Home > জাতীয় > সারাদেশ > এবার বাংলাদেশেই করোনা পরীক্ষার কিট আবিষ্কার, মিলবে ২০০ টাকায়

এবার বাংলাদেশেই করোনা পরীক্ষার কিট আবিষ্কার, মিলবে ২০০ টাকায়

মরণব্যাধী করোনাভাইরাস ঠেকাতে যখন হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব, তখন আমাদের জন্য আশার খবর নিয়ে এসেছে গণস্বাস্থ্য কেন্দ্র। কোভিড-১৯ ভাইরাস পরীক্ষার কিট আবিষ্কার করার দাবি করেছে গণস্বাস্থ্য কেন্দ্রের একটি প্রতিষ্ঠান আরএনএ বায়োটেক লিমিটেড। এখন প্রয়োজন শুধু সরকারের অনুমতি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, এই কিটের প্রত্যেকটির জন্য খরচ পড়বে ২০০ টাকার মতো। দেশে উৎপাদিত এই কিটের মাধ্যমে পরীক্ষার ফল পেতে কয়েক ঘণ্টা থেকে দুই দিন সময় লাগতে পারে।

নভেল করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্তদের পরীক্ষার জন্য টেস্টিং কিট উদ্ভাবনের দাবি প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সিঙ্গাপুর ও গণস্বাস্থ্য কেন্দ্রর একটি গবেষক দল মিলে এটি আবিষ্কার করেছে।

দেশে করোনাভাইরাস পরীক্ষা করার কিটের যে সংকট আছে তা এই আবিষ্কারে দূর হবে বলে আমরা আশা করি। তবে সরকারের উচিত এমন নিয়ম করা যাতে জনগণ মাত্র ৩০০ টাকায় করোনাভাইরাসের পরীক্ষা করতে পারে।’

তিনি আরো বলেন, ‘ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি পেলে আমরা একমাসের মধ্যেই বড় উৎপাদনে যেতে পারবো। মাত্র ২০০ টাকায় জনগণকে কিটটি সরবরাহ করা যাবে।’

গণস্বাস্থ্য সূত্রে জানা গেছে, এই কিট উৎপাদনে কাজ করেছেন ড. বিজন কুমার শীল, ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ জমির উদ্দিন ও ড. ফিরোজ আহমেদ।

ড. নিহাদ আদনান জানান, যে কোনো ধরনের ভাইরাস শনাক্ত করতে হলে অবশ্যই তার জেনেটিক তথ্য জানা থাকতে হবে। পাশাপাশি ভাইরাসটির ইউনিক সিকুয়েন্স, সারফেস প্রোটিন সম্পর্কে সব তথ্যের বিশ্লেষণ থাকতে হবে। ইতিমধ্যে এই বিষয়গুলো আমাদের আয়ত্বে রয়েছে।