Home > জাতীয় > সারাদেশ > দেশের প্রথম এক্সপ্রেসওয়েতে চলছে মৃত্যুর মিছিল, উদ্বোধনের ৩ দিনেই নিহত ৮

দেশের প্রথম এক্সপ্রেসওয়েতে চলছে মৃত্যুর মিছিল, উদ্বোধনের ৩ দিনেই নিহত ৮

একটি দু’র্ঘটনা একটি পরিবারকে পথে বসিয়ে দেয়। স্বজন হারানোর বেদনা সারা জীবন বইতে হয়। প্রিয়জন হারানোর কষ্টের কোনো বর্ণনা হয় না। যে হারায় কেবল সেই বোঝে।

এমতাবস্তায়, দেশের প্রথম এক্সপ্রেস ওয়ে ঢাকা-মাওয়ার রাস্তায় যেন চলছে মৃ’ত্যুর মিছিল। রোডটিতে গত তিনদিনে দু’র্ঘটনায় মারা গেছেন অন্তত ৮ জন, এর মধ্যে ৬ জনই ছিলেন মটরবাইক আরোহী।

সর্বশেষ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এক্সপ্রেস ওয়ের কুচিয়াপাড়া কলেজগেট এলাকায় মারা গেছেন দুই বাইকার। জানা যায়, উচ্চ গতি নিয়ন্ত্রণ করতে না পারায়ই এই দুর্ঘটনা ঘটে।

এর আগে, একই স্থানে দোলা পরিবহন নামের একটি বাস উলটে মারা গিয়েছেন দুই কলেজছাত্র। এলাকাবাসী বলছেন, রাস্তার কাজ পুরো শেষ না করে রাস্তাটি খুলে দেয়া উচিত হয় নি। রাস্তার বেশ কিছু অংশে এখনো কাজ চলছে। এদিন ওদিক দাঁড়িয়ে থাকে হেভি কনস্ট্রাকশন ভেহিকেল। রাস্তার পিচ এখনো মসৃণ হয় নি, কিছু স্থানে দেখা গেছে ড্রাম দিয়ে সাময়িক অবস্ট্যাকল তৈরী করে কর্মীরা কাজ করছেন।