Home > জাতীয় > সারাদেশ > করোনা ভাইরাস: ইতালিতে বৃদ্ধদের চিকিৎসা না দেয়ার সিদ্ধান্ত!

করোনা ভাইরাস: ইতালিতে বৃদ্ধদের চিকিৎসা না দেয়ার সিদ্ধান্ত!

ইতালিতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গিয়েছেন এক হাজারেরও বেশি নাগরিক, ছয় কোটি মানুষকে রাখা হয়েছে কোয়ারেনটাইনে।

আর এমন অবস্থায় রবিবার (১৫ মার্চ) একটি কঠিন সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব এসেছে ইতালিয়ান প্রশাসনের পক্ষ থেকে। তুরিনে প্রস্তাব দেয়া হয়েছে, ৮০ বা তার বেশি বয়সী নাগরিকদের চিকিৎসা না দেয়ার। কারণ হিসেবে অতিরিক্ত রোগীর সংখ্যা দেখানো হয়েছে।

ইতালিতে আইসিইউ শয্যা আছে মাত্র পাঁচ হাজার। অথচ দেশটি আক্রান্তের সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়েছে। এ অবস্থায় ইতালির সরকার অপেক্ষাকৃত কমবয়স্কদের চিকিৎসা দিয়ে বাঁচানোর চেষ্টা করতে চায়।

৮০ বছরের বেশি বয়সীদের চিকিৎসা দিলেও তাদের বাঁচার সম্ভাবনা কম, উলটো তাদের চিকিৎসা না দিয়ে কমবয়সীদের পেছনে বেশি সময় দিলে দেশেরই লাভ। ডেইলি টেলিগ্রাফ