Home > আন্তর্জাতিক > তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রিতে গেলে মরে যাবে করোনাভাইরাস!

তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রিতে গেলে মরে যাবে করোনাভাইরাস!

সামনেই গ্রীষ্মকাল। করোনাভাইরাসের ওপর গবেষণা করে এখন এই বিষয়টি নিয়েই আশায় বুক বাঁধছেন বিশেষজ্ঞরা। কারণ সাম্প্রতিক গবেষণা বলছে যে গরমে এই ভাইরাস টিকতে পারে না। তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াসে গেলেই নোভেল করোনাভাইরাস ম’রে যাবে বলে মনে করছেন অনেকে।

মুম্বইয়ের কেইএম হাসপাতালে লাং সার্জন ডা. সুনীল কারখানিস জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে, তাতে করোনাভাইরাস তাপ-প্রতিরোধক নয় বলে মনে করা হচ্ছে। তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রিতে গেলেই এই নির্দিষ্ট গোত্রের ভাইরাসটি ম’রে যায়। সেক্ষেত্রে ভারতের বেশিরভাগ জায়গায় গরমকালে তাপমাত্রার পারদ যেখানে পৌঁছয়, তাতে এই ভাইরাসের বেঁ’চে থাকার কথা নয়।’

 

শুধু তাই নয়, নোভেল করোনার দা’পট ঠে’কাতে গরম জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া গায়ে বেশি করে রোদ লাগাতেও বলা হচ্ছে। শুধু এন৯৫ নয়, যে কোনও মাস্কই করোনাভাইরাসকে দূরে রাখতে সাহায্য করে বলে মনে করছেন ডা. সুনীল কারখানিস। আ’ক্রা’ন্ত ব্যক্তির সঙ্গে অন্তত তিন মিটার দূরত্ব বজায় রাখতেই হবে বলে জানিয়েছেন তিনি।-এই সময়