Home > জাতীয় > সারাদেশ > ‘করোনা প্রতিরোধে ঢাকা বিমানবন্দরের মত ব্যবস্থা উন্নত দেশগুলোতেও নেই’

‘করোনা প্রতিরোধে ঢাকা বিমানবন্দরের মত ব্যবস্থা উন্নত দেশগুলোতেও নেই’

আমরা থুতু দিয়ে টাকা গুনি, তারা করোনা কিভাবে মোকাবিলা করবে বলে শংকা প্রকাশ করছেন তাদের জন্য, আমি নিজে গত ছয় সপ্তাহে দুবাই, জেদ্দা, ব্রাসেলস, ভিয়েনা এবং জেনেভা বিমাবন্দরগুলোতে গিয়েছি। এই বিমানবন্দরগুলোতে বাধ্যতামূলক কোন ধরনের প্রতিরোধ ব্যবস্থা দেখিনি।

গতকাল আমার পরিচিত একজন ওয়াশিংটন, আর্মস্টাডাম, ইস্তানবুল ঘুরে ঢাকা এসেছেন। তার একজন সফরসংগী জেএফকে বিমানবন্দর দিয়ে নিউইয়র্ক ফিরেছেন আজ সকালেই।

তাদের দুইজনের মতে ঢাকা বিমানবন্দরের মত করোনা রোধে প্রস্তুতি এইসব বিমানবন্দরগুলোতে নেই। এমনকি ঢাকা বিমানবন্দরে যেভাবে জীবানুনাশক দিয়ে প্রতিনিয়ত পরিস্কার করা হচ্ছে তাও ঐসব বিমানবন্দরগুলোতে করা হচ্ছেনা।

এই তথ্যটা তাদের জন্য যারা দেশ নিয়ে হাতাশায় ভুগতে পছন্দ করেন।

করোনার বিশ্বজুড়ে মহামারী ‘উন্নত’ দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভংগুর তা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

আমি অবশ্যই মানি যে আমাদের অনেক কিছুতেই সক্ষমতা এখনো তৈরী হয়নি কিন্তু একই সাথে আমি মনে করি আমরা অনেক কিছুই পারি যা অন্য অনেকেই পারেনা। আমাদের মত দূর্যোগ মোকাবিলা করার ক্ষমতা খুব কম দেশেরই আছে।

এইসময়গুলোতে কোন ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয় তাই সকলের সমন্নিত সতর্কতা ছাড়া এটা মোকাবিলা করা সম্ভব নয়।

সবাই ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।