Home > জাতীয় > সারাদেশ > করোনা আতঙ্কের মাঝেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী

করোনা আতঙ্কের মাঝেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী

মরণঘাতী করোনাভাইরাস নিয়ে দেশে আতঙ্কের মধ্যেই এডিশ মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন ডেঙ্গু রোগী রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের সর্বশেষ বার্তা জানিয়ে ইউএনবি বলছে, বর্তমানে ঢাকার হাসপাতালে পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন দুজনসহ মোট তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

চলতি বছরে এখন পর্যন্ত ২৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৫০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

গত বছর দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। এ সময়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৭৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পায়। তারা সবগুলো পর্যালোচনা করে ১৭৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে।

এছাড়া, গত বছর দেশে এক লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন এক লাখ ১ হাজার ৩৭ জন।