Home > আন্তর্জাতিক > করোনাভাইরাসে’র ভয়াবহ থাবার মুখে পড়েছে ইসরাইলের সেনাবাহিনী

করোনাভাইরাসে’র ভয়াবহ থাবার মুখে পড়েছে ইসরাইলের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: এবার করোনাভাইরা’সের ভ’য়াবহ থা’বার মুখে পড়েছে ইসরাইলের সেনাবাহিনীতে। করোনা ভাইরা’সে আ’ক্রা’ন্ত স’ন্দেহে ইসরাইলের এক হাজার ২৬২ সেনাকে আইসোলেশনে রাখা হয়েছে।

জানা গেছে, সেনাদের কাজে না গিয়ে আগামী দুই সপ্তাহ বাড়িতে থাকতে বলা হয়েছে। সারা বিশ্বে যখন করোনাভাইরা’সের সং’ক্রমণ ছ’ড়িয়ে পড়ছে, তখন ইসরাইলের সেনাবাহিনীও তা থেকে বাদ গেল না।

 

ইসরাইলের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, যেসব সেনা সদস্য করোনা ভাইরা’সে আ’ক্রা’ন্ত বলে স’ন্দেহ করা হচ্ছে, তাদেরকে আ’ইসোলেশনে রাখা হয়েছে। তার দাবি, এই সমস্ত সেনারা বেশিরভাগই ছুটিতে দেশের বাইরে ছিল।

কিন্তু দেশে ফেরার পরেই এই সমস্ত সেনাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। আর সতর্কতা হিসাবেই এই সিদ্ধান্ত বলে উক্ত সেনাবাহিনীর মুখপত্র জানিয়েছেন। এর আগে ইসরাইলের ১৮৯ সেনাকে ১৪ দিনের জন্য বা’ধ্যতামূলকভাবে আইসোলেশনে রাখা হয়েছিল।