Home > জাতীয় > সারাদেশ > ঢাকায় এশায়াত সম্মেলনে মুসল্লিদের ঢল

ঢাকায় এশায়াত সম্মেলনে মুসল্লিদের ঢল

বিশ্বব্যাপী অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ঐতিহাসিক এশায়াত সম্মেলনে মুসল্লিদের ঢল নেমেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঢাকা গুলিস্তান কাজী বশির মিলনায়তন সম্মুখস্থ ময়দানে এসে জড়ো হতে থাকেন।

মাগরিবের নামাজের আগেই সম্মেলনস্থল ছাড়িয়ে আশপাশের এলাকা গুলিস্তান, পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ভবনের ছাদ ও সড়ক জনসমুদ্রে রূপ নেয়।

কিছুক্ষণের মধ্যে সম্মেলনস্থলে উপস্থিত হবেন- সম্মেলনে প্রধান মেহমান চট্রগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ, আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

সম্মেলনের সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মাইক্রো বায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিন।

সম্মেলনে উপস্থিত আছেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মহাসচিব ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য হযরতুলহাজ অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, চট্টগ্রাম নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ। আল্লামা মুছলেহ উদ্দিন আহমদ মাদানী, ব্যারিস্টার এস এম কফিল উদ্দীন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবু, পরশুরাম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন মজুমদার প্রমুখ।

সম্মেলনে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, জাতীয় গন্যমান্য ব্যক্তিরা ছাড়াও বহু আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত আছেন।