Home > বিশেষ সংবাদ > ভয়ংকর গতিতে গলে গেল এন্টার্টিকার বরফ, বাড়তি পানিতে ডুবে যাচ্ছে পৃথিবী!

ভয়ংকর গতিতে গলে গেল এন্টার্টিকার বরফ, বাড়তি পানিতে ডুবে যাচ্ছে পৃথিবী!

মাত্র নয়দিনে বরফে আচ্ছাদিত এন্টার্টিকা মহাদেশের ২০ শতাংশ বরফ গলে গেছে। এত দ্রুতগতিতে বরফ গলে যাওয়ায় বেড়ে যাবে বিভিন্ন সমুদ্রের পানি। আবার নতুন করে স্থলভূমি ডুবে যাওয়ার ভয় তৈরি হচ্ছে চারদিকে। বরফ গলে যাওয়ার এ ঘটনা ধরা পড়েছে নাসার ল্যান্ডস্যাট নামক ক্যামেরায়। আগে কখনই এমন ঘটনা ঘটে নি এন্টার্টিকায়।

ব্রাজিলীয় এক বিজ্ঞানী বলেছেন, ইতিহাসে প্রথমবারের মতো অ্যান্টার্কটিকার তাপমাত্রা ২০ ডিগ্রি ৭৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। অ্যান্টার্কটিকার ঈগল আইল্যান্ডের এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মহাদেশটিতে এত উচ্চ তাপমাত্রা এর আগে কখনো দেখিনি। তিনি আরো বলেন, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে মহাদেশটির এলাকা জুড়ে থাকা বিপুল পরিমাণ বরফ দ্রুত গতিতে গলেছে। মাত্র নয়দিনের ব্যবধানে আইল্যান্ডটির অন্তত ২০ শতাংশ বরফ গলে গেছে। যার উচ্চতা ছিল অন্তত চার ইঞ্চি। চলতি মাসের শুরুর দিকের তাপপ্রবাহই এর বরফ গলার প্রকৃত কারণ বলে তিনি জানান।