Home > জাতীয় > সারাদেশ > জেলের জালে ১২০ কেজির বাঘাইড়, দাম সাড়ে তিন লাখ টাকা

জেলের জালে ১২০ কেজির বাঘাইড়, দাম সাড়ে তিন লাখ টাকা

সিলেটের বিয়ানীবাজারের চারখাইয়ের কুশিয়ারা নদীতে বুধবার রাতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল এক বাঘাইড় মাছ।
বৃহস্পতিবার সকালে মাছটি সিলেট নগরের বন্দরবাজার মাছের আড়তে বিক্রির জন্য রাখা হয়। ১২০ কেজি ওজনের বাগাইড় মাছ বাজারে উঠার খবরে সকাল থেকে বাজারে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। মাছ বিক্রেতা আনোয়ার হোসেন মাছটির দাম হাঁকছেন সাড়ে তিন লাখ টাকা।

মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, বুধবার গভীর রাতে সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে এ মাছটি। বৃহস্পতিবার ভোরে বিক্রির জন্য সিলেটের লালবাজারে মাছটি আনা হয়। সেখান থেকে তিনি মাছটি কিনে নেন। মাছটি অনেকেই কিনতে চাইছেন। আস্ত বিক্রি করতে না পারলে মাছটি কেটে ভাগা হিসেবে বিক্রি করবেন।

লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ বলেন, লালবাজারে এর আগেও বড় আকারের বাগাইড় মাছ বিক্রি হয়েছে। সিলেটসহ আশপাশের এলাকাগুলোতে বড় আকারের মাছ পাওয়া গেলে এখানে আনার জন্য মৎস্যজীবীদের বলে রাখা আছে।