Home > বিশেষ সংবাদ > মরা গরুর মাংস বিক্রি: ৯৯৯-এ ফোন, বিক্রেতা আটক

মরা গরুর মাংস বিক্রি: ৯৯৯-এ ফোন, বিক্রেতা আটক

সাভারে মরা গরুর মাংস বিক্রির সময় কাদের মিয়া নামে এক দোকানদারকে হাতেনাতে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অভিযান চালিয়ে মরা গরুর মাংসসহ তাকে আটক করা হয়। রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাঁচা বাজারে কাদের মিয়ার মাংসের দোকানে এ অভিযান চালায় পুলিশ। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কাদের মিয়ার মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মরা গরুর মাংসসহ কাদের মিয়াকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে একটি অসুস্থ গরু দোকানে আনেন কাদের মিয়া। পরে ওই গরুটি মারা যায়। এ সময় গরুটি জবাই করে মাংস বিক্রি শুরু করেন কাদের। বিষয়টি দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন এক ক্রেতা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে হাতেনাতে কাদের মিয়াকে আটক করা হয়। সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কাদের মিয়ার মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মরা গরুর মাংসসহ কাদের মিয়াকে আটক করা হয়। এ ঘটনার পর সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ ও হ্যাপী দাসের নেতৃত্বে শুরু হয় বিভিন্ন মাংসের দোকানে অভিযান। এ সময় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরুর মাংস বিক্রির দায়ে কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।