Home > আন্তর্জাতিক > ভারতের বিরুদ্ধে পাকিস্তানের শেষ শিশুটি পর্যন্ত লড়াই করবে:‍‍‍ ইমরান খান

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের শেষ শিশুটি পর্যন্ত লড়াই করবে:‍‍‍ ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যু’দ্ধংদে’হী মনোভাবের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশটির সে’নাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেকে সতর্ক করে দিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের আজাদ জম্মু-কাশ্মীরে এক সমাবেশে দেয়া বক্তৃতায় ইমরান খান এ সতর্কবার্তা উচ্চারণ করেন। নরেন্দ্র মোদি সম্প্রতি বলেছেন, ‘পাকিস্তানকে ধু’লায় মিশিয়ে দিতে ভারতের সামরিক বা’হিনীর ১০ দিনের বেশি সময় লাগবে না।’

মোদির এ বক্তব্যের জবাবে ইমরান খান বলেন, ‘আপনি ইতিহাস খুঁজে দেখুন, তাতে আপনার দাবি মিথ্যা প্রতিপন্ন হবে।’ ইমরান খান বলেন, যারা এ ধরনের অহং’কার করেছে ইতিহাসের পাতায় তাদের পরাজয় লেখা হয়েছে। এসময় তিনি হিটলার এবং নেপোলিয়ানের বাহিনীর রাশিয়া অভিযানের ব্যর্থতার কথা তুলে ধরেন। এছাড়া, মা’র্কিন বা’হিনীর আফগানিস্তান ও ভিয়েতনামে প’রাজয়ের কথাও উল্লেখে করেন ইমরান খান।

ভারতের প্রধানমন্ত্রী ও সে’নাপ্রধানকে সম্বোধন করে ইমরান খান আরো বলেন, ‘আপনাদের দুজনের জন্য আমার বার্তা হলো গত ৫ আগস্ট আপনারা ভুল করেছেন। আপনারা শুধু এটুকু মনে রাখুন যে, ২০ কোটি পাকিস্তানি নাগরিকের শেষ শিশুটি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ল’ড়াই করবে।’

এর আগে গত মাসে ভারতের সামরিক বা’হিনীর প্রধান বলেছিলেন, যদি ভারতের সংসদ নির্দেশ দেয় তাহলে তার সেনারা আজাদ কাশ্মীর দ’খল করতে যাবে। ভারতীয় সামরিক বা’হিনীর প্রধানের এ বক্তব্যকে পাকিস্তানের সামরিক বা’হিনী নিতান্তই বাগাড়ম্ব’র বলে উ’ড়িয়ে দিয়েছিল।-পার্সটুডে