Home > আন্তর্জাতিক > মুরগীর মাংস বলে খাওয়ানো হচ্ছে কাকের মাংস, হাতেনাতে ধরল পুলিশ

মুরগীর মাংস বলে খাওয়ানো হচ্ছে কাকের মাংস, হাতেনাতে ধরল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : মাংস নিয়ে কেলে’ঙ্কারি নতুন নয়। ভা’গাড়ের মাংস নিয়ে তোল’পাড় হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গ। তবে এবার সামনে এলো আরও ভয়’ঙ্কর অভিযোগ। মুরগীর মাংসের নামে বিক্রি হচ্ছিল কাকের মাংস। সাং’ঘা’তিক এই ঘটনা চলছিল বেশ কিছুদিন ধরেই।

ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে এই অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় দু’জনকে গ্রে’ফতারও করা হয়েছে। জানা গিয়েছে, কাক মে’রে তাদের মাংস চিকেনের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এই অ’ভিযো’গে বৃহস্পতিবার দু’জনকে গ্রেফ’তারও করে তামিল পুলিশ। তামিলনাড়ুর রামেশ্বরমে চলছিল এই কারবার।

 

অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে উ’দ্ধার করা গিয়েছে ১৫০টি মৃ’ত পাখি। রামেশ্বরমে প্রচুর কাক রয়েছে। সম্প্রতি সেখানকার তীর্থযাত্রীরা লক্ষ্য করেন, নিজেদের পূর্বপুরুষের স্মরণে ভাত খাওয়ালে মৃ’ত্যু হচ্ছে কাকেদের। বেশ কিছু কাক ম’রতে শুরু করে। তদ’ন্তে গিয়ে দেখা যায়, বি’ষা’ক্ত মিশিয়ে খাওয়ানো হচ্ছিল কাকেদের। সেই ম’রে যাওয়া কাকেদের মাংস মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল দোকানে। সূত্র : নিউজ ১৮