Home > আন্তর্জাতিক > ভারত ইসলামিক রাষ্ট্র হওয়া উচিত : মোদির দেশে থেকেও শারজিলের বিস্ফোরক মন্তব্য

ভারত ইসলামিক রাষ্ট্র হওয়া উচিত : মোদির দেশে থেকেও শারজিলের বিস্ফোরক মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লীর শাহিনবাগের নাগরিকত্ব আইন বিরো’ধী আন্দোলনের অন্যতম উদ্যোক্তা শারজিল ইমাম কিন্তু প্রব’লভাবে ক’ট্ট’রপন্থী। শারজিল মনে করে ভারত ইসলামিক রাষ্ট্র হওয়া উচিত। দিল্লি পুলিশের পক্ষ থেকে শারজিল সম্পর্কে এমনই তথ্য দেওয়া হয়েছে। বিহার থেকে গ্রেফতারের পর আপাতত শারজিল দিল্লি পুলিশের হেফাজতে রয়েছে।

গত মঙ্গলবার বিহারের জেহানাবাদ থেকে গ্রেফতার করার পর ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে আসা হয়। তাকে ধরার জন্য টানা দুদিন জেহানাবাদে বসেছিল দিল্লি পুলিশ। ২৭ জানুয়ারি বিজেপির পক্ষ থেকে শারজিলের একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। তাতে দেখা গিয়েছিল শারজিল মুসলিমদের একটি সভায় অসমকে ভারত থেকে বি’চ্ছি’ন্ন করার কথা বলছেন। শুধু সেই ভিডিও নয় একাধিক ভাষণের ভিডিওতে এই একই বক্তব্য পাওয়া গিয়েছে।