Home > আন্তর্জাতিক > বিমানে হামলা চালিয়ে সোলাইমানি হত্যার মূল পরিকল্পনাকারীকে মারলো তালেবান

বিমানে হামলা চালিয়ে সোলাইমানি হত্যার মূল পরিকল্পনাকারীকে মারলো তালেবান

ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট কাসেম সোলাইমানির হ’ত্যাকারীকে উড়িয়ে দিয়েছে তালেবান। রাশিয়ার গোয়েন্দাদের এক তথ্যের ভিত্তিতে জানা যায়, আফগানিস্তানের গজনিতে তালেবানরা মার্কিন বিমান বিধ্ব’স্ত করলে তিনি মা’রা যান।

এদিকে, রুশ গোয়েন্দারা বলছেন, ভূপা’তিত করা বিমানে ছিলেন মাইকেল। বর্তমানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ব্যবহার করা অত্যাধুনিক সরঞ্জামাদি এবং নথি তালেবানের হাতে রয়েছে। এর আগে আইএফপির এক প্রতিবেদনে বলা হয়েছিল, কাসেম সোলাইমানিকে হ’ত্যার পেছনে ছিলেন মাইকেল ডি. অ্যান্ড্রু। শুধু তাই নয়, কাসেম সোলাইমানিকে হ’ত্যার আগে ইরাকে অন্তত তিন শতাধিক বিক্ষো’ভকারীকে তার নির্দেশে হ’ত্যা করা হয়।

 

ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে অনেক তালেবান সদস্য রয়েছে। তারা বিমানটিতে আরো আ’গুন লাগনোর চেষ্টা করছে। এদিকে, আফগান বিশেষ বাহিনী ঘটনাস্থলে দ্রুত যাচ্ছে। বিমানটির মালিকানা আরিয়ানা নামক একটি সরকারি বিমান পরিবহন কম্পানির। যদিও বিমনাটি তাদের নয় বলে দাবি করছে সংস্থাটি।