Home > আন্তর্জাতিক > আমরা ক্রীতদাস নই, ভারতের নাগরিক : বিজেপির উদ্দেশ্যে মমতা ব্যানার্জী

আমরা ক্রীতদাস নই, ভারতের নাগরিক : বিজেপির উদ্দেশ্যে মমতা ব্যানার্জী

নাগরিকত্ব আইন বিরো’ধী আন্দো’লন জিইয়ে রাখতে আরও তত্‍পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আন্দোলনে ছাত্র-যুবদের অনুপ্রাণিত করতে সোমবার কলকাতার নেতাজি ইন্ডোরে সভা ডাকা হয়েছিল। আন্দোলনে প্রথম থেকেই সামনের সারিতে আছেন ছাত্র-যুবরা। তাদের অভিনন্দন জানাতে নেতাজি ইন্ডোরে সভা করলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘‌আগামীদিনে ছাত্র-যুব নেতৃত্ব তৈরির কাজ শুরু হবে। নাগরিকত্ব আইন বিরো’‌ধী আন্দো’‌লনে সামনের সারিতে ছাত্রযুবরা আছেন। এই সভা থেকে তাদেরই অভিনন্দন জানাচ্ছি।’‌ চিঁড়ে খাওয়া দেখেই বাংলাদেশি অনুপ্রবেশকারী চিনেছিলেন বলে মন্তব্য করে স’মালো’চনার মুখে বিজেপি সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়।

 

নাম না করে কৈলাশকে খোঁ’চা দিয়ে এদিন ছাত্র-যুবদের উদ্দেশে মমতা বলেন, ”একটা রঙে দেশ চলে না। দেশে কে ছিঁড়ে খাবেন, সেটা কি বিজেপি ঠিক করবে? চিঁড়ে খেলে নাকি চেনা যায়, জীবনে শুনিনি। পোশাক দেখেও নাকি চেনা যায়, শুনিনি, এসব। এ জিনিস কখনই মেনে নেওয়া যায় না। আমাদের মাটিতে ভাগাভাগি হবে না। আমরা ক্রীতদাস নই, ভারতের নাগরিক। কেন অভিনন্দন যাত্রা করছে? ওটা বিসর্জন যাত্রা”।

তিনি বলেন, ‘‌সব ধর্ম-বর্ণ-জাতিতে নিয়ে এখানে চলতে হয়। সমাজে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলে আছে। সবাইকে নিয়ে চলতে হবে। আমরা সবাইকে নিয়ে চলি। আমরা ক্রীতদাস নই। ভারতের নাগরিক। ছাত্রছাত্রীদের চায়ের দোকানে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে। বিজেপি ভুল বোঝাচ্ছে। আমরা ভারতে দাসখত দিয়ে আসিনি, আমরা বন্ডেড লেবার নই, আমরা ভারতের নাগরিক।