Home > আন্তর্জাতিক > মসজিদে মুসল্লিদের নামাজ পড়তে দিলোনা ই’সরাইলি পু’লিশ

মসজিদে মুসল্লিদের নামাজ পড়তে দিলোনা ই’সরাইলি পু’লিশ

মসজিদ মুসলমানদের ধর্মীয় কার্যাবলীর প্রাণকেন্দ্র। বর্তমান বিশ্বে মসজিদে নামাজ পড়তে গিয়ে অনেকেরই বাধার সম্মুখীন হতে হয়। এবার তারই ধারাবাহিকতায় জেরুজালেমের আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফজরের সময় জোর করে মুসল্লিদের মসজিদ থেকে বের করে দেয়া হয়।

জানা যায়, মসজিদটিতে কয়েকশ মুসল্লি ফজরের নামাজ আদায় করছিলেন। ফেসবুকভিত্তিক ‘প্রত্যাশার ফজর প্রচারের’ অংশ হিসেবে মসজিদের প্রতি ভালোবাসা দেখাতে তারা সেখানে জমায়েত হয়েছিলেন।

এই বিষয়ে ফিলিস্তিনি মানবাধিকারকর্মীরা বলেন, মুসল্লিদের ছত্রভঙ্গ করে দিতে ইসরাইলি বাহিনী রাবার বুলেট ছুড়েছে। মুসল্লিদের ঘিরে রেখে তাদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করেছে দখলদার দেশটির পুলিশ।