Home > আন্তর্জাতিক > ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ মামলা

ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ মামলা

ট্রাম্পের বিরুদ্ধে নেদারল্যান্ডের হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তর্জাতিক আদালতে নিতে চায় ইরান। এক বিবৃতিতে ইরানের বিচারিক ব্যবস্থার মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইল এ তথ্য জানান।

বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র যা করেছে তা ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা। কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরান, ইরাক ও হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলেইমানিকে হত্যা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সে কারণেই ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে চায় তেহরান। এদিকে ইরান যদি আন্তর্জাতিক আদালতে এ বিষয়ে মামলা করে তবে তা হবে ওয়াশিংটনের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।