Home > জাতীয় > সারাদেশ > আল্লাহর নাম নিয়ে কথা শুরু করি বলে আমাকে শিবির বলা হচ্ছে: ইশরাক

আল্লাহর নাম নিয়ে কথা শুরু করি বলে আমাকে শিবির বলা হচ্ছে: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আম’রা ভীত না। রাজনীতি করবো, জে’ল হবে না, মা’মলা হবে না- এটা হয় নাকি বাংলাদেশের পেক্ষাপটে। এসব জে’ল-মা’মলার ভয় দেখিয়ে লাভ নেই। জে’ল-মা’মলার ভয় আমি পাই না। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর পরীবাগে নির্বাচনী প্রচার প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, যতোদিন যাচ্ছে আমাদের জনগমাগম বাড়ছে, জনস্রোত বাড়ছে। বিপুল সাড়া পাচ্ছি এবং একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিদিনই গণসংযোগে মানুষের অংশগ্রহণ বাড়ছে। এদিক থেকে আম’রা খুবই আশাবাদী।

দু’র্নীতি দমন কমিশনের (দুদক) একটি মা’মলায় ইশরাক হোসেনের বি’রুদ্ধে অ’ভিযোগ গঠন হয়েছে। এতে নির্বাচনে কোনও প্রভাব পড়বে কি-না সংবাদিকদের এমন প্রশ্নে ইশরাক বলেন, ‘১/১১ এর সময় সব দলের নেতা ও পরিবারের নামে মা’মলা করা হয়েছিলো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাদের এবং তাদের পরিবারের মা’মলাগুলো গায়েব করে দিয়েছে। কিন্তু বিএনপির মা’মলাগুলো সক্রিয় রেখেছে। এর আগেও জাতীয় নির্বাচনে আমি যখন মনোনয়নপত্র জমা দিলাম তখনও নাড়াচড়া শুরু হয়েছিল। এগুলো নিয়ে আম’রা ভীত না। রাজনীতি করবো, জে’ল হবে না, মা’মলা হবে না এটা হয় নাকি বাংলাদেশের প্রেক্ষাপটে।’

ইশরাক বলেন, আমি মা’মলার বিষয়টি হলফনামায় উল্লেখ করেছি। অ’পচারের কথা যদি বলি, এ সরকারের লোকেরা আমাকে শিবির বানিয়ে ছেড়েছে। কতটা নিচু মনের মানুষ এরা। আমি একজন মুক্তিযো`দ্ধার সন্তান। শুধুমাত্র আমি দাড়ি রাখি, কথা বলার আগে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করি, কোনো কিছু অর্জন হলে আমি ইনশাল্লাহ্ বলি- আর এজন্যই আমাকে শিবির বানিয়ে দেয়া হলো। এই কারণে আমি শিবির হলে শিবিরই।

বিএনপির এ প্রার্থী বলেন, ‘মা’মলা’টি হয়েছে মূলত রাজনৈতিক কারণে। ২০০৮ সালে একটা সম্পত্তির হিসাব চেয়ে আমাকে নোটিশ দেয়া হয়েছিল। আমি তখন পড়াশোনার জন্য দেশের বাইরে ছিলাম। আমি নোটিশ পাইনি বলে জবাব দিতে পারিনি। সেটার জন্য মা’মলা দিয়েছে। সেই মা’মলা আজকে নাড়াচাড়া করছে। আমি বলবো এগুলা করে কোনো লাভ নেই। এটা নিয়ে আমি বিন্দুমাত্রও বিচলিত না। এটাকে কোনও বাধাই আমি মনে করছি না।’