Home > আন্তর্জাতিক > ভারতে মসজিদ ও গোরস্থান ভেঙে দেওয়া হবেঃ প্রবেশ বর্মা

ভারতে মসজিদ ও গোরস্থান ভেঙে দেওয়া হবেঃ প্রবেশ বর্মা

ভারতে হিন্দু-মুসলিমদেরকে আলাদা করে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে । অভিযোগ উঠেছে হিন্দু ভোট ধরার কৌশল হাতে নিয়েছে মোদি সরকার।

এরই নেপথ্যে , পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ প্রবেশ বর্মা ভারতের মুসলিমদেরকে হুমকি দিয়ে বললেন, “দিল্লিতে সরকারি জমির উপর নির্মিত মসজিদ ও গোরস্থান ভেঙে দেওয়া হবে।”

২০১৯ সালের জুন মাসে পশ্চিম দিল্লির এই বিজেপি সাংসদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালকে চিঠি লিখে সরকারি জমিতে বেআইনিভাবে নির্মিত মসজিদ এবং কবরস্থানগুলির বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন।

এবারও সেই একই রাস্তায় হাঁটলেন প্রবেশ বর্মাও। তিনি জানান, সরকারি জমিতে অবৈধভাবে কোনও মন্দির বা গুরুদ্বার তৈরি হয়েছে এমনটা ঘটেনি। শুধু মসজিদ ও কবরস্থানই তৈরি হয়েছে। আর সরকারি জমি দখল করে নির্মিত মসজিদগুলি নিশ্চিতভাবে ভেঙে ফেলা হবে বলে।

অনেকেই মনে করছেন , বিজেপি সরকারের এমন হুমকি দেশদ্রোহীর শামিল। তিনি বিভাজনের রাজনীতি করছেন, তাই বিচার হওয়া উচিত ।