Home > আন্তর্জাতিক > বিশ্বের এক নম্বর সন্ত্রাসী ছিল সোলাইমানি: ট্রাম্প

বিশ্বের এক নম্বর সন্ত্রাসী ছিল সোলাইমানি: ট্রাম্প

ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করার পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সোলাইমানি বিশ্বের এক নম্বর সন্ত্রাসী ছিল।

সোমবার এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, আমরা বিশ্বের এক নম্বর সন্ত্রাসী কাসেম সোলাইমানিকে হত্যা করেছি। লোকটি বহু আমেরিকান ও অনেক মানুষকেও মেরে ফেলেছে এবং তাকে আমরা হত্যা করেছি।

ট্রাম্প আরও বলেন, ডেমোক্রেটসা যখন তাকে রক্ষা করার চেষ্টা করে, যা এই দেশের জন্য অপমানজনক। গত ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন।

এই হত্যাকাণ্ডের প্রতিশোধে ইরাকে অবস্থিত দুটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে প্রচণ্ড উত্তেজনা দেখা দেয়।

এদিকে ইরানের ভুলবশত ক্ষেপনাস্ত্র হামলায় ইউক্রেনের এক বিমান বিধ্বস্ত হয়। এতে ৫৬ জন কানাডার নাগরিক, ৮২ জন ইরানি, ১১ জন ইউক্রেনিয়ন, ১০ জন সুইডিশ এবং চারজন আফগান নাগরিক মারা যায়। এনিয়ে দেশটিতে ইরানি সরকার বিরোধী আন্দোলনে নেমেছে। আল জাজিরা, এনডিটিভি।