Home > রাজনীতি > মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম যখন চা বিক্রেতা!

মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম যখন চা বিক্রেতা!

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা। জনগণের সমর্থন ও ভালোবাসা পেতে নানান কায়দা অবলম্বন করছেন মনোনীত প্রার্থীরা।

কেউ পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে রাস্তা পরিস্কার করেন। কেউ আবার নিম্ন আয়ের মানুষের দ্বারে দ্বারে গিয়ে সুখ-দুঃখের কথা শোনেন। তবে নির্বাচন শেষে এমন দৃশ্য আর চোখে পড়ে না।

ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম চায়ের দোকানে বসে সঙ্গীদের চা বানিয়ে খাওয়াচ্ছেন। এমন দৃশ্য দেখতে রীতিমতো দোকেনের সামনে মানুষের ভিড় লেগে যায়। চা খেয়ে সবাই বাহবা দিচ্ছেন।

একজন বলছেন, ভাই নাম্বার ওয়ান চা হইছে। খুব মজা হইছে ভাই।

যদিও মেয়র থাকাকালীন আতিকুল ইসলাম নানা সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে স্বেচ্ছাসেবী কাজ করেছেন। দেশের পরিচ্ছন্নতায় কাজ করা বৃহৎ সংগঠন বিডি ক্লিনের তরুণদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সময় ময়লা পরিস্কারের কাজ করেছেন আতিকুল ইসলাম।

উল্লেখ্য, আসন্ন ঢাকা দুই সিটিতে নির্বাচন আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হবে। উত্তরে আওয়ামী-বিএনপির প্রার্থী হিসেবে
মনোনীত হয়েছেন যথাক্রমে আতিকুল ও তাবিথ। দক্ষিণে তাপস ও ইশরাক। প্রত্যেকেই কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন।