Home > আন্তর্জাতিক > ব্রেকিং: ফের মা’র্কিন সেনা’ঘাঁটিতে ই’রানের হা’মলা, পরিস্থিতি ভ’য়াবহ

ব্রেকিং: ফের মা’র্কিন সেনা’ঘাঁটিতে ই’রানের হা’মলা, পরিস্থিতি ভ’য়াবহ

গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মা’র্কিন বিমান বাহিনী একপাক্ষিক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

এমতাবস্তায়, বাগদাদে অবস্থিত মার্কিন ঘাটিতে হামলা চালিয়েছে ইরান। এই ঘাঁটিতে, মার্কিন প্রশিক্ষক, উপদেষ্টা এবং যুদ্ধবিমান ‘এফ-সিক্সটিন’র ব্যবস্থাপনার জন্য নিয়োজিত সেনাসদস্যরা রয়েছেন।

জানা যায়, ‘আল বালাদ’ ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে ছয়টি রকেট ছোঁড়া হয়েছে। যাতে, ৩ ইরাকি নিরাপত্তারক্ষী এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।