Home > আন্তর্জাতিক > ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র অন্যায় করেছে : রাশিয়া

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র অন্যায় করেছে : রাশিয়া

মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুল সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসৌলুর সঙ্গে বৈঠক শেষে রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন,  ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র অ’ন্যায় আচরণ করেছে।

ওদিকে সোলাইমানিকে হ’ত্যার প্র’তিশো’ধে ইরাকের দুটি মার্কিন ঘাঁ’টিতে ইরানের হা’মলার পর শা’স্তিমূলক ব্যবস্থা হিসেবে ইরানের ওপর বাড়তি অর্থনৈতিক নি’ষেধা’জ্ঞা আরো’পের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

 

এসময় ট্রাম্প ইরানকে উ’স্কানিও দিয়ে বলেন, দুদফা ক্ষে’পণা’স্ত্র’ হা’মলা চা’লিয়েই ঝি’মিয়ে পড়েছে তেহরান। আর ট্রাম্প প্রশাসনকে উ’সকা’নি বন্ধ করতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের ‘আইন আল আসাদ’ মার্কিন সেনা ঘাঁ’টিতে হা’মলা’র স্যাটেলাইট ছবি প্রকাশিত হয়েছে। এতে ওই ঘাঁ’টির ব্যাপক ক্ষ’য়ক্ষ’তির বিষয়টি স্পষ্ট হলেও, হ’তাহ’তের বিষয়টি নিয়ে এখনো প’রিষ্কা’র নয়। এর মধ্যেই ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী দাবি করেছে, বুধবারের হা’ম’লায় মার্কিন সামরিক বাহিনীর রেডার ব্যবস্থা পু’রোপু’রি ধ্বং’স হয়ে গেছে।