Home > রাজনীতি > ‘আমাকে মন্ত্রীত্ব ছেড়ে দিতে বললে আমি ছেড়ে দেবো’

‘আমাকে মন্ত্রীত্ব ছেড়ে দিতে বললে আমি ছেড়ে দেবো’

সরকার এবং দলকে আলাদা করার জন্য অনেক মন্ত্রীকে দলের দায়িত্ব দেয়া হয়নি, তবে আপনিসসহ কয়েকজন দল ও মন্ত্রিসভায় আছেন। যারা মন্ত্রিসভায় আছেন তাদের মন্ত্রিসভা থেকে সরানো হবে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়টি প্রধানমন্ত্রী বলতে পারবেন। তার সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেবো। আমাকে মন্ত্রীত্ব ছেড়ে দিতে বললে আমিও ছেড়ে দেবো।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রিসভায় রদবদল ইস্যুতে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সিটি করপোরেশন নির্বাচনের আগে রদবদল হবে বলে মনে হয় না। এর সম্ভবনা একেবারেই কম। প্রধানমন্ত্রী যেকোন সময় পরিবর্তন করতে পারেন উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রীদের দায়িত্বও তিনি পুনর্বিন্যাস করতে পারেন। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে এ ব্যাপারে তাড়াতাড়ি কিছু হবে বলে আমার কাছে কোন খবর নেই, বলেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, নতুন মন্ত্রীরা খারাপ করছে বলে আমার মনে হয় না। নতুন মন্ত্রীদের কাজ করতেও সময় লাগে, আস্তে আস্তে তারা আরও ভালো কাজ করবে।