Home > আন্তর্জাতিক > অস্ট্রেলিয়ায় ইচ্ছাকৃতভাবে দাবানল ছড়ানোর অভিযোগ!

অস্ট্রেলিয়ায় ইচ্ছাকৃতভাবে দাবানল ছড়ানোর অভিযোগ!

প্রায় দু’মাস ধরে জ্বলছে অস্ট্রেলিয়ার একপ্রান্ত। অগ্নিত্রাস ও তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় এখন জাতীয় সংকটের মুখোমুখি। এরই মধ্যে ২৪ জনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে দাবানল ছড়ানোর অভিযোগ এনেছে পুলিশ।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, বিধ্বংসী দাবানলের জেরে পুড়ে ছাই এই এলাকার বিস্তৃণ এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভিক্টোরিয়া ও নিই সাউথ ওয়েলস। তাপপ্রবাহ আর অনিয়ন্ত্রিত দাবানলের মধ্যেই ইচ্ছাকৃতভাবে আগুন ছড়ানোর চেষ্টা করা হয়েছে। সোমবার ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ১৮৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের মধ্যে ৪০ জন নাবালক। স্টেটমেন্টেট লেখা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধজনিত চার্জ নেওয়া হয়েছে।

চলতি মৌসুমের দাবানলের জেরে পুরো অস্ট্রেলিয়ায় ইতোমধ্যেই ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিউ সাউথ ওয়েলস প্রদেশের প্রত্যন্ত এলাকা থেকেও আরও দু’জন নিখোঁজ।

সোমবার ওই প্রদেশের কিছু অংশে প্রবল বর্ষণের খবর মিললেও মেলবোর্ন ও সিডনির মতো শহরে যে বারিপাত হয়েছে তার সঙ্গে মিশে ছিল ধোঁয়া। তার উপর আগামী বৃহস্পতিবার থেকে ফের থার্মোমিটারের পারদ চড়বে বলে পূর্বাভাস।
ভিক্টোরিয়া ও এনএসডবলিউ প্রদেশের কিছু প্রকাণ্ড দাবানল মিলে বিশাল অগ্নিবলাকা তৈরি করতে পারে।

সোমবার তাই এনএসডবলিউ প্রদেশের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান জানান, ‘গা ছাড়া মনোভাবের কোনো জায়গা নেই। কারণ এখনও ১৩৫টির মতো দাবানল জ্বলছে। সেখানে যার মধ্যে প্রায় ৭০টি অনিয়ন্ত্রিত। প্রাণ গিয়েছে কোটি কোটি বন্যপ্রাণীর।