Home > বিশেষ সংবাদ > ছাত্রী ধর্ষণের প্রতিবাদে অনশনে ঢাবি ছাত্রলীগ নেতা

ছাত্রী ধর্ষণের প্রতিবাদে অনশনে ঢাবি ছাত্রলীগ নেতা

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রী ধর্ষণের প্রতিবাদে অনশনে বসেছেন ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। ওই ছাত্রের নাম সিফাতুল ইসলাম সিফাত। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং দর্শন বিভাগের ২০১৩-২০১৪ সেশনের শিক্ষার্থী।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একটি প্রতিবাদ ব্যানার লাগিয়ে অনশনে বসেন এই শিক্ষার্থী। পরে তার সঙ্গে যোগ দেন আরও কয়েকজন শিক্ষার্থী।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ব্যানার নিয়ে সকাল থেকে অনশন শুরু করেন সিফাত। পাশে হাতে লেখা একটা ব্যানারে লেখা, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে অনশন।’

সিফাতুল ইসলাম বলেন, আমাদের বোন ধর্ষণের শিকার হয়েছে। তার প্রতিবাদে অনশন পালন করছি। দ্রুত ধর্ষকদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

পরে অনশনে যোগ দেওয়া দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী শেখ কান্তা রেজা বলেন, এরকম ধর্ষণের ঘটনা দেশে প্রায় প্রতিদিনই ঘটে। কিছু দিন পরে আবার তা ধামাচাপা পড়ে যায়। ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণে যারা জড়িত, তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাবির বাস থেকে নামার পর দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে চিকিৎসাধীন।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে তার ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে অবিষ্কার করেন। পরে সেখান থেকে সিএনজি যোগে নিজ গন্তব্যে পৌঁছান। পরে রাত ১২টার দিকে ওই শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারেভর্তি করান তার সহপাঠীরা।

এদিকে এ ঘটনার খবর পেয়ে ইতোমধ্যে ঢামেকে গিয়েছেন ঢাবির কয়েকজন শিক্ষক, ছাত্রলীগ ও ডাকসুর নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও প্রক্টোরিয়াল বোর্ডের সদস্যরা।