Home > আন্তর্জাতিক > ব্রেকিংঃ ইরানকে হুমকি দেওয়ায় ‘ট্রাম্পের উপর ক্ষিপ্ত’ মার্কিন নেতারা

ব্রেকিংঃ ইরানকে হুমকি দেওয়ায় ‘ট্রাম্পের উপর ক্ষিপ্ত’ মার্কিন নেতারা

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনী একপাক্ষিক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ইরান এরই মধ্যে এ ঘটনার জন্য ‘চরম প্রতিশোধ’ নেয়ার কথা বলেছে।

সোমবার (৬ জানুয়ারি) ইরানের সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়ে নিজ দেশ যুক্তরাষ্ট্রেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ইরান নীতিতে সমর্থন দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডেমোক্রেট নেতারা।

ট্রাম্পের হুমকিতে ক্ষুব্ধ ডেমোক্রেট নেতারা বলেন, ইরানের সাংস্কৃতিক স্থানগুলিতে হামলার হুমকি দিয়ে প্রকৃতপক্ষে নারী, শিশু নির্বিশেষে সে দেশের নিরীহ মানুষকে মেরে ফেলার কথাই বলেছেন ট্রাম্প, যা যুদ্ধাপরাধের মধ্যে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তার এমন আচরণ নিন্দনীয়।

এর আগে, ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, বিশ্বের যেকোন স্থানে মার্কিনীদের ওপর হামলা চালালে তার কড়া জবাব দেয়া হবে।