Home > আন্তর্জাতিক > সোলাইমানি হত্যার জন্য যে ক্ষতিপূরণ চাইল ইরান
Supreme Leader Ayatollah Ali Khamenei delivers a speech during a religious ceremony in Tehran, Iran April 15, 2019. Khamenei.ir/Handout via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. NO RESALES. NO ARCHIVES - RC132AC09E90

সোলাইমানি হত্যার জন্য যে ক্ষতিপূরণ চাইল ইরান

ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধের প্রত্যয় ব্যক্ত করে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে হটানোর আহ্বান জানিয়েছেন আল-কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কিয়ানি।

শুক্রবার ভোরে মার্কিন হামলায় সোলাইমানি নিহত হওয়ার পরে কিয়ানিকে তার স্থলাভিষিক্ত ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, আমরা একই শক্তিতে সোলাইমানির রেখে যাওয়া পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্তি করছি। তাকে হত্যার একমাত্র ক্ষতিপূরণ হতে পারে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে হটানো। রুশ গণমাধ্যম আরটির খবরে এমন তথ্য জানা গেছে।

সোমবার স্থানীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে ইসমাইল কিয়ানে এমন দাবি করেন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আমাদের সব স্বার্থের জন্য হুমকি ছিলেন ইরানের জেনারেল কাসেম সোলাইমানি। কাজেই তিনি নিহত হওয়ায় আমরা শোকাহত না।