Home > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে ইরানি হ্যাকাররা

যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে ইরানি হ্যাকাররা

সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ৫২টি স্থাপনায় হামলার হুঁশিয়ার দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই সাইবার হামলার দাবি করল ইরানি হ্যাকাররা। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য মিরর’ জানায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিটরি লাইব্রেরি প্রোগ্রাম (এফডিএলপি) ওয়েবসাইটে ক্লিক করলে ব্যবহারকারীরা ‘দ্য ইসলামিক রিপাবলিক অব ইরান’ লেখা কালো ওয়েব পেজ দেখতে পাচ্ছেন। সেখানে রক্তাক্ত ট্রাম্পের মুখে ঘুষি মারা হচ্ছে এমন ছবিও জুড়ে দেওয়া হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ থেকেও ওয়েবসাইটটিতে ঢোকা সম্ভব হয়নি। সেখানে ‘Error 520’ লেখা দেখাচ্ছে। বিশ্লেষকদের মতে, মার্কিন ওয়েবসাইটটিতে ‘ইরান সাইবার সিকিউরিটি গ্রুপ’ হ্যাকারদের নাম লেখা থাকলেও এখনো তাদের হ্যাকিংয়ের শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি মার্কিন প্রশাসনও এই হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করেনি। এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। যুক্তরাষ্ট্রের সেই অভিযানে ইরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।