Home > আন্তর্জাতিক > জরুরি বৈঠকে ইরাকি সংসদ: আলোচনায় ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কার

জরুরি বৈঠকে ইরাকি সংসদ: আলোচনায় ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কার

বাগদাদের বিমান বন্দরে মার্কিন বিমান হামলা ভালোভাবে নেয় নি ইরাকের সাধারণ জনগণ। ইতোমধ্যে ইরাকের বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছেন তারা, দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও যুক্তরাষ্ট্রের প্রতি নাখোশ। সবার একটাই দাবি, ইরাক থেকে মার্কিন স্রনা বহিষ্কার করতে হবে। এহেন চাপের মুখে মার্কিন সেনা বহিষ্কার করা নিয়ে জরুরি বৈঠকে বসেছে ইরাকের সংসদ। রবিবার (৫ জানুয়ারি) এই তথ্য জানা যায়।

দেশটির বদর অর্গানাইজেশনের নেতা হামিদ আল-আমিরি বলেন, আমরা নিরাপত্তা বাহিনীর সব সদস্যকে ইরাক থেকে বিদেশি সেনাদের বহিষ্কারের জন্য একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। এ পরিস্থিতিতে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকেছে ইরাক সরকার। রোববারের এ বিশেষ অধিবেশনে পরবর্তী পদক্ষেপের বিষয়ে ঘোষণা আসতে পারে। ইরাকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও জঙ্গিগোষ্ঠী আইএস ঠেকাতে ইরাকের সেনাদের সহযোগিতায় পাঁচ হাজার ২০০ মার্কিন সৈন্য রয়েছে বলে জানা গেছে।