Home > আন্তর্জাতিক > মালয়েশিয়ায় বিচারের কাঠগড়ায় ৯২ বাংলাদেশি

মালয়েশিয়ায় বিচারের কাঠগড়ায় ৯২ বাংলাদেশি

মালয়েশিয়ায় নতুন বছরের প্রথম চারদিনের অভিযানে বাংলাদেশিসহ ৩১৫ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে ৯২ জন বাংলাদেশি রয়েছেন। আটকদের রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে।

আগামীকাল সোমবার মালয়েশিয়ায় দুটি বিশেষ আদালত বসছে আটকদের বিচারের জন্য। একটি বসবে দেশটির সেলাঙ্গর রাজ্যের সিমুনিয়ায়,অন্যটি কেডা লঙ্কাতে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা বের্নামার খবরে বলা হয়েছে, অভিবাসন বিভাগের আইনের ১৯৫৯ ধারায় অবৈধ অভিবাসীদের আটকের পর বিশেষ আদালতে দ্রুত বিচার পরিচালনা করা হবে।

মালয়েশিয়া ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, অবৈধ অভিবাসীদের গ্রেফতারে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ ১ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ১২৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ২ হাজার ১০ জনকে আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে কাগজপত্র যাচাই-বাছাই করে ৩১৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ৯২ জন, বাকিরা অন্য দেশের।

দেশটির ইমিগ্রেশন বিভাগের পূর্ব ঘোষণা অনুযায়ী যেসব অবৈধ কর্মী সাধারণ ক্ষমার সুযোগ নেননি, তাদের আটক করা হবে। এবং বিশেষ আদালতে বিচারের সম্মুখীন করা হবে।