Home > আন্তর্জাতিক > আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন, প্রয়োজনে তৃতীয় বিশ্বযুদ্ধ করবে ইরান

আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন, প্রয়োজনে তৃতীয় বিশ্বযুদ্ধ করবে ইরান

ইরানের জাতীয় গর্বের প্রতীক মনে করা হতো জেনারেল কাসেম সোলাইমানিকে। মার্কিন বিমান হামলায় সোলাইমানি নিহত হওয়ার পর ভয়ংকর প্রতিশোধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। এই প্রতিশোধ নিতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিচ্ছে ইরান, ইতোমধ্যে নিজেদের আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করেছে তারা। শুক্রবার (৩ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষণিকের এই আনন্দ-উল্লাস শোকে পরিণত হবে। ইরান প্রয়োজনে তৃতীয় বিশ্বযুদ্ধ করতেও পিছপা হবে না।

অন্যদিকে পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই হামলা চালানো হয়েছে। ইরানের ভবিষ্যত হামলা প্রতিহত করতেই এই অভিযান চালানো হয়েছে। পেন্টাগন বলছে, জেনারেল সোলেইমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। জেনারেল সোলেইমানি এবং তার কুর্দস বাহিনী শত শত মার্কিনি এবং জোটের সদস্যের হতাহতের পেছনে দায়ী বলেও উল্লেখ করা হয়েছে।