Home > আন্তর্জাতিক > হঠাৎ যশোর রোডে বিমান! মুহূর্তেই হইচই

হঠাৎ যশোর রোডে বিমান! মুহূর্তেই হইচই

আকাশপথের বিমান হঠাৎ সড়কে দেখে অবাক শহরবাসী। মুহূর্তেই রাতের শহরে হইচই পড়ে যায়। শুক্রবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ মহাসড়ক যশোর রোডে এমন দৃশ্য দেখা গেছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, একটি ট্রাকে করে বিমানটি নেয়া হচ্ছিল যশোর রোড ধরে। এয়ার ইন্ডিয়ার বিমান ছিল এটি। ডাক বিভাগের ভারতীয় ছাপ দেয়া রয়েছে তাতে।

বিমানটি নিয়ে ট্রাকটি চলছিল রাস্তা ধরে। এক পর্যায়ে রাস্তা পেরোতে গিয়ে ট্রাকটি ডিভাইডারে আটকে যায়। এতে বিপত্তি বেড়ে যায়। দুটি লেন আটকে যাওয়ায়  রাতেই যানজট তৈরি হয় যশোর রোডে। হিমশিম দশা পুলিশেরও।

এরপর বিমানবন্দর থেকে দুটি ক্রেন নিয়ে আসা হয়। সেটি দিয়ে ট্রাকটির পেছনের ভাগ তুলে বিমানবন্দরের রাস্তার দিকে ঘোরানো হয়। তিন ঘণ্টা এই কসরত চলে। যার জেরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বিমানটি ভারতীয় ডাক বিভাগের বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। এটি এয়ার ইন্ডিয়ার বোয়িং। একটি বেসরকারি সংস্থার কাছে বিমানটি বিক্রি করা হয়। এদিনই হ্যাঙার থেকে নামিয়ে সেটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল।