Home > আন্তর্জাতিক > এবার সু চি’র দলের চেয়ারম্যানকে মেরে ফেললো রোহিঙ্গারা

এবার সু চি’র দলের চেয়ারম্যানকে মেরে ফেললো রোহিঙ্গারা

মিয়ানমারের নেত্রী অং সান সু চির দল এনএলডির আঞ্চলিক চেয়ারম্যান থেইনকে হত্যা করা হয়েছে। থেইনকে হত্যা করেছে রাখাইনের রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠন আরাকান আর্মি।

এক বিবৃতিতে আরাকান আর্মি এই হত্যার দায় স্বীকার করে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই বিবৃতি দেয়া হয়। এছাড়া মিয়ানমার সরকারও বিষয়টি নিশ্চিত করেছে।

আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, এনএলডির নেতা থেইন গত সোমবার নিহত হয়েছেন। বড় ধরনের বিস্ফোরণের কারণে কিছু বন্দী মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন। এনএলডির বুথিডং শাখার চেয়ারম্যানও ঘটনাস্থলে নিহত হয়েছেন।

এনএলডির মুখপাত্র মিও নিন্ট বলেছেন, আমরা এনএলডির সদস্যরা তাকে হারিয়ে অত্যন্ত শোকাহত। সু চির সমর্থনে সমাবেশের পরিকল্পনা করাটা সঠিক ছিল এবং এটা কোনো ধরনের অপরাধ নয়।