Home > আন্তর্জাতিক > চারটি মসজিদ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, মুসলিমদের ওপর হামলা

চারটি মসজিদ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, মুসলিমদের ওপর হামলা

ভারতীয় উপমহাদেশে ধর্ম নিয়ে হানাহানি অনেকদিন ধরেই চলছে। পৃথিবীর এই অঞ্চলে প্রায়ই কিছু উগ্রবাদী মানুষ ধর্মের রেশ ধরে ভেঙ্গে দেয় অন্য ধর্মের উপাসনালয়। এবার এই হানাহানি ছড়িয়ে পড়ল আফ্রিকার ইথিওপিয়াতেও। সেখানে চারটি মসজিদ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

এছাড়াও সেখানে বসবাসকারী মুসলিমদের ওপর হামলা করা হয়েছে। এই হামলার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ইথিওপিয়ার মুসলিমরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাজধানী আদ্দিস আবাবা থেকে ৩৫০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত মোট্টা শহরে মসজিদে আগুন ধরিয়ে দেয় একদল দুষ্কৃতী। এছাড়া মুসলিমদের সম্পত্তিতেও হামলা চালায় তারা।

পুলিশ কমান্ডার জেমাল মেকোনেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেন, কয়েকদিন আগে একটি চার্চে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর মসজিদে হামলার ঘটনা ঘটেছে।

আমহারা প্রদেশের কর্মকর্তারা জানান, এই ঘটনায় জড়িত থাকতে পারে এমন সন্দেহে ইতিমধ্যে ১৫ জনকে আটক করা হয়েছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেছেন, চরমপন্থীরা এই হামলার মাধ্যমে আমাদের ধর্মীয় সহনশীলতা এবং সহাবস্থানের সমৃদ্ধ ইতিহাসকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা করছে।

তবে বিশিষ্ট মুসলিম বুদ্ধিজীবী কামিল শেমসু মঙ্গলবার সংবাদ সংস্থা এপি’কে বলেন, কিছু রাজনৈতিক নেতা আছেন যারা একটি ধর্মীয় গোষ্ঠীকে অন্যের বিরুদ্ধে লেলিয়ে দিতে চান।