Home > জাতীয় > সারাদেশ > ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সরকারি কর্মকর্তা

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সরকারি কর্মকর্তা

চট্টগ্রামে আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক কার্যালয়ের এক কর্মকর্তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিকালে বন্দর নগবীর আগ্রাবাদের সরকারি কার্যভবন-১ এর তৃতীয় তলায় আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক আল মাহমুদ হোসেন ওই কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক।

দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ উপপরিচালক মাহবুবুল আলম বলেন, আমদানি-রফতানি লাইসেন্স নবায়নের জন্য আল মামুদ আশা করপোরেশনের আজিমুল ইসলামের কাছে ঘুষ দাবি করেন। এ ঘটনায় আজিমুল ইসলাম দুদক কার্যালয়ে অভিযোগ করেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ বলেন, দুদক কার্যালয়ে তার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ জমা পড়েছিল। সে ভিত্তিতে বিকালে আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে ফাঁদ পাতে দুদক কর্মকর্তারা।

পরে এক ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেয়ার সময় হাতেনাতে আল মাহমুদ হোসেনকে আটক করা হয় বলে জানান তিনি।