Home > অন্যান্য > নতুন আইনঃ প্রতি বিয়েতে ৩০ হাজার টাকা দেবে সরকার

নতুন আইনঃ প্রতি বিয়েতে ৩০ হাজার টাকা দেবে সরকার

প্রতি বিয়েতে ৩০ হাজার টাকা দেবে সরকার। না, বাংলাদেশে নয়। বিয়েতে পাত্রীর গহনা কিনতে ৩০ হাজার করে দেয়ার ঘোষণা দিয়েছে আসাম সরকার। সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাল্যবিবাহের রাশ টানতে ‘অরুন্ধতী’ প্রকল্পে বছরে ৮০০ কোটি টাকা ব্যয় করবে রাজ্য। এই প্রকল্পের আওতায় কনের হাতের সোনা কিনতে ৩০ হাজার টাকা দেবে আসাম সরকার। শুধু বাল্যবিবাহ বন্ধ করা নয়, সেইসঙ্গে নারীর ক্ষমতায়নও সরকারের লক্ষ্য।

এদিকে রাজ্য মন্ত্রিসভায় এই মর্মে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ‘অরুন্ধতী’ প্রকল্প কার্যকর হবে বলে জানান আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে এই টাকা পেতে হলে বিয়ে অবশ্যই বৈধভাবে রেজিস্ট্রি হতে হবে। বিয়ের রেজিস্ট্রির সময়েই সরকারের পক্ষ থেকে পাত্রীর হাতে নগদ ৩০ হাজার টাকা দেবে সরকারি কর্তৃপক্ষ। তবে অর্থ পেতে রয়েছে শর্ত। শর্ত মোতাবেক বর ও কনেকে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে। তবে, আদিবাসী ও চা-বাগানে কর্মরত শ্রমিক পরিবারের জন্য এই নিয়ম প্রথমদিকে শিথিল করা হবে বলে জানান তিনি।