Home > জাতীয় > শাহজালালে পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চন, ধরা পড়েনি স্ক্যানারে

শাহজালালে পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চন, ধরা পড়েনি স্ক্যানারে

শাহ্জালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের স্ক্যানিংয়ে এবার পিস্তল ধরা পড়েনি। গতকাল বেলা একটার দিকে চট্টগ্রামগামী যাত্রী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ব্যাগে পিস্তল থাকলেও তা স্ক্যানিংয়ে ধরা পড়েনি। পরে তিনি নিজে গিয়ে স্ক্যানিংয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে তার পিস্তলের বিষয়টি জানালে তারা ইলিয়াস কাঞ্চনের পিস্তলটি তাদের জিম্মায় নিয়ে নেন।

গতকাল বেলা একটার দিকে বেসরকারী এয়ারলাইন্স নভোএয়ারের চট্টগ্রামগামী ফ্লাইটে ওঠার আগে স্ক্যানিং এরিয়ায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ইলিয়াস কাঞ্চন বলেন, এটা সত্যি হতাশাজনক খবর। সম্প্রতি বড় ধরনের একটি ঘটনা ঘটেছে। এরপরও আমাদের এয়ারপোর্ট অথরিটি এ বিষয়টিতে মনোযোগ দিচ্ছেন না। আসলে হৃদয় দিয়ে ভালোবেসে কাজ না করলে এর কোনো সমাধান হবে না।

তিনি আরও বলেন, আমি আসলে ভুলেই গিয়েছিলাম আমার ব্যাগে অস্ত্র রয়েছে। তবে আশ্চর্য হয়েছি প্রথম স্ক্যানিংয়ে আমার অস্ত্রটি ধরাই পড়েনি। পরে আমি নিজেই গিয়ে অস্ত্রটির বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করি। বিমানবন্দর সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই স্ক্যানিংয়ের মতো অতীব গুরুত্বপূর্ণ শাখার বেশিরভাগ কর্মকান্ড চলছে অস্থায়ী জনবল দিয়ে। আশ্চর্য হলেও সত্য, বেশিরভাগ সময়ই স্ক্যানিংয়ের কাজে রাখা হয় আনসার সদস্যদের। প্রশিক্ষণহীন এসব আনসার সদস্যদের পরিচালিত স্ক্যানিং মেশিনের সবুজ সংকেতের পর যাত্রীরা চলে যাচ্ছেন এয়ারক্রাফটে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক গত রাতে সাংবাদিকদেব বলেন, আমরা আমাদের মতো করে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কাজ করছি।