বর্তমানে ছোট পর্দার ব্যস্ততম অ’ভিনেত্রীদের মধ্যে অন্যতম মেহ’জাবীন চৌধুরী। সারা বছরই নাট’কের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এছাড়াও বিশেষ দিবস এলেই তার ব্যস্ততা যেন বেড়ে যায়। এই মূহুর্তে তিনি ভালবাসা দিবসের বেশ কিছু নাট’কে কাজ করছেন।
এদিকে বিদায় ঘণ্টা বাজছে ২০১৯ সালের আর দরজায় কড়া নাড়ছে নতুন বছর। এরই মধ্যে সবাই নতুন বছরের পরিকল্পনা করে ফেলেছেন। আর সেই পরিকল্পনা থেকে বাদ যাননি অ’ভিনেত্রী মেহ’জাবিন চৌধুরীও।
নতুন বছরে নতুন আঙ্গিকে মেতে উঠবেন অ’ভিনেত্রী। জানালেন তার নতুন বছরের পরিকল্পনার কথা। তিনি বলেন, চলতি বছরটি আমা’র খুব ব্যস্ততার মধ্যে কে’টেছে। অসংখ্য নাট’কের কাজ করেছি এই বছরে। ব্যস্ততার পরিমাণ এত বেশি ছিল যে, আমি আমা’র পরিবারকে ঠিকমত সময় দিতে পারিনি।
সেইজন্য পরিকল্পনা করেছি নতুন বছরে একটু ব্যস্ততা কমাবো। আগামী বছর কাজের পরিমাণ কম হবে, ফ্যামিলিকে সময় দিতে চাই। তাদের সঙ্গে অনেকটা সময় কা’টাতে চাই, সবাইকে নিয়ে দেশ-বিদেশ ঘুরতে চাই।
তিনি আরো বলেন, নতুন বছর আমাদের ইন্ড্রাস্টি আরো ভালো করবে এটাই আমা’র প্রত্যাশা থাকবে। কাজের মান, বাজেট সব কিছু ভালো হবে।
এদিকে চলতি বছরে মেহ’জাবীনের বিয়ে নিয়ে অনেক গুঞ্জন উঠে।
চারিদিকে শোনা যায়, আগামী বছরেই হয়তো বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় এই অ’ভিনেত্রী। এখনই বিয়ে করার ইচ্ছে নেই জানিয়ে তিনি বলেন, নতুন বছরে বিয়ের পরিকল্পনা নেই।