Home > ধর্ম > বাংলাদেশে ১০০ কোটি টাকা ব্যয়ে ১৫ বিঘা জমিতে নির্মিত হলো দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মসজিদ

বাংলাদেশে ১০০ কোটি টাকা ব্যয়ে ১৫ বিঘা জমিতে নির্মিত হলো দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মসজিদ

টাঙ্গাইলের গোপালপুরে ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু ম’সজিদ। প্রায় ১৫ বিঘা জমির ওপর এ ম’সজিদ নির্মাণ করছে স্থানীয় মুক্তিযোদ্ধা রফিকুল ইস’লাম কল্যাণ ট্রাস্ট।

ম’সজিদটি কাবা শরীফের ই’মামকে দিয়ে উদ্বোধন করানো হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মুক্তিযোদ্ধা রফিকুল ইস’লাম কল্যাণ ট্রাস্টের সদস্য হুমায়ুন কবীর।

তিনি জানান, ম’সজিদটি টাঙ্গাইলের গোপালপুর উপজে’লার ঝাওয়াইল ইউনিয়নের দক্ষিণ পাথাইল গ্রামের নদীর পাড়ে নির্মাণ করা হচ্ছে। এতে থাকছে ২০১টি গম্বুজ। এর মধ্যে প্রধান গম্বুজটির উচ্চতা ৮১ ফুট।

হুমায়ুন কবীরের দাবি, নির্মাণ শেষ হলে এই ম’সজিদটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু ম’সজিদ।

তিনি জানান, বড় গম্বুজটির চারপাশে ২০ গম্বুজ থাকছে। প্রতিটির উচ্চতা ১৭ ফুট। আর ম’সজিদটির দৈর্ঘ ১৪৪ ফুট ও প্রস্তও ১৪৪ ফুট। এতে একসঙ্গে ১৫ হাজার মানুষ নামাজ পড়তে পারবে।