Home > বিনোদন > অ্যাসিড হামলার শিকার নারীদের পাশে দাঁড়ালেন শাহরুখ

অ্যাসিড হামলার শিকার নারীদের পাশে দাঁড়ালেন শাহরুখ

সময়ের সাথে যে কয়জন বলিউড অভিনেতা উপমহাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় যায়গা করে নিয়েছেন তার মধ্যে শাহরুখ খান অন্যতম। বিভিন্ন সময় তিনি নানান উন্নয়নমূলক কাজ করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবার অ্যাসিড হামলার শিকার সবার চিকিৎসার খরচ দেওয়ার ঘোষণা দিয়েছেন বলিউড বাদশা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবসে সোশ্যাল মিডিয়ায় শাহরুখের মীর ফাউন্ডেশনের তরফে একটি বিশেষ ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে শাহরুখকে সেই সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

শাহরুখ তাদের সবাইকে আশ্বস্ত করে বলেছেন, ঈশ্বর, সবসময় আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। আমরা অবশ্যই সমস্ত বাধা অতিক্রম করব। সবার চিকিৎসার সমস্ত খরচ নেবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শাহরুখ খান একাধারে প্রযোজক, টেলিভিশন উপস্থাপক এবং মানবসেবী। গণমাধ্যমে “বলিউডের বাদশাহ”, “বলিউডের কিং” ও “কিং খান” হিসেবে পরিচিত। অভিনয় দক্ষতার কারনে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তারমধ্যে রয়েছে চৌদ্দটি ফিল্মফেয়ার পুরস্কার, যার আটটিই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।