Home > অন্যান্য > সু চির মুক্তির বিক্ষোভে ছিলেন মোমেন, আজ পেলেন দুঃখ

সু চির মুক্তির বিক্ষোভে ছিলেন মোমেন, আজ পেলেন দুঃখ

মিয়ানমারের নেত্রী অং সান সু চি যখন গৃহবন্দি ছিলেন, তখন তার মুক্তির দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। কিন্তু বর্তমানে সু চির ‘অধঃপতনে’ দুঃখ পেয়েছেন তিনি।

 

ড. মোমেন বলেন, নোবেল জয়ী সু চির মুক্তির দাবিতে বিক্ষোভে আমিও অংশ নিয়েছিলাম। গণতন্ত্রের আইকন ছিলেন তিনি। তার বর্তমান অবস্থান দুঃখজনক। আমি তার অধঃপতন দেখে খুবই দুঃখ পেয়েছি।

 

বুধবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

 

আন্তর্জাতিক বিচার আদালতে সু চির জবাবদিহির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, মিয়ানমারের নেত্রী সু চির অধঃপতনে আমি দুঃখ পেয়েছি। আশা করছি, তার দিব্যজ্ঞান হবে এবং তিনি তার অবস্থান থেকে সরে দাঁড়াবেন।

 

তিনি আরও বলেন, রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়া লড়াই করছে। আমরা তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি।