সন্তান গর্ভবতী হবে স্বাভাবিক নিয়মে। মায়ের গর্ভে থাকতেই নবজাতক গর্ভবতী এমন ঘটনা বিরল। তবে এমন অসম্ভব ঘটনাই ঘটেছে কলম্বোর মামাজ লেটিনস হাসপাতালে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে নবজাতক কন্যা জন্মেছেই গর্ভ নিয়ে! জন্মের সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় সার্জিক্যাল সেকশনে। অপারেশন করে বাদ দেয়া হয় তার গর্ভস্থ ভ্রূণ।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুর জন্মের দুই মাস আগে মায়ের আল্ট্রাসাউন্ড পরীক্ষায় দেখা গেছে, শরীরে দুটি আমবিলিক্যাল কর্ডস রয়েছে। তার একটি ভ্রূণের গর্ভের সঙ্গে যুক্ত থাকায় মায়ের গর্ভে থাকাকালীনই গর্ভবতী হয়ে পড়ে সন্তান!
ফলে জন্মের পরই নবজাতকের পেট থেকে বের করে আনা হয় ভ্রূণটিকে। যা অপরিণত অবস্থাতেই ছিল।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সুস্থ রয়েছে। ভবিষ্যতে এ অস্ত্রোপচারের জন্য তাকে ভুগতে হবে না।