Home > জাতীয় > যেখান থেকে আসেছে এই আইএস টুপি: যা জানালেন গোয়েন্দা পুলিশ

যেখান থেকে আসেছে এই আইএস টুপি: যা জানালেন গোয়েন্দা পুলিশ

কারাগার থেকেই হলি আর্টিজান হামলা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রিগ্যানসহ আরেকজনের মাথায় আইএসের টুপি এসেছে। বিষয়টি প্রাথমিক তদন্তে বের হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম। তিনি বলেন, টুপিটা রিগ্যানের পকেটেই ছিল। তখন টুপিটার উপরে আইএস শ্লোগান লেখাটা ছিল না। কিন্তু পরে সে টুপিটা উল্টিয়ে পড়ে আদালত চত্বরে প্রবেশ করে। তখন লেখাটা গণমাধ্যমে দৃশ্যমান হয়। টুপিটা কি তবে কারাগার থেকে আসছে কিনা জানতে চাইলে তিনি বলেন: টুপিটা তার পকেটেই ছিল। আর কারাগার থেকে আসার পথে ব্যাপক নিরাপত্তা থাকে। তখন আসলে বাইরে থেকে কিছু সরবরাহ করার সুযোগ নাই। তখন এটা ঘটেও নি।

তাহলে কি টুপি কারাগার থেকেই আসছে? জানতে চাইলে তিনি বলেন: টুপিটা কারাগার থেকেই এসেছে। হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মামলার রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিদের কাঠগড়া থেকে নামিয়ে আনার প্রস্তুতি যখন চলছিল হঠাৎ ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় দেখা গেল কালো টুপি। সেখানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতাকার চিহ্ন।