Home > অন্যান্য > পরিচ্ছন্নতা কর্মী পদে ৭ হাজার ইঞ্জিনিয়ার-স্নাতক ডিগ্রিধারীর আবেদন!

পরিচ্ছন্নতা কর্মী পদে ৭ হাজার ইঞ্জিনিয়ার-স্নাতক ডিগ্রিধারীর আবেদন!

চরম আকার ধারণ করেছে ভারতের বেকারত্ব সংকট। বেসরকারি চাকরিতে নেই জব সিকিউরিটি, যখন তখন চলে যেতে পারে চাকরি। তাই উচ্চ শিক্ষিতদের অনেকেই প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন মাত্র ৬ থেকে ৭ হাজার টাকায়। সে জন্য নিম্ন বেতনের সরকারি চাকরির প্রতি আগ্রহী হন তারা।

সম্প্রতি তামিলনাড়ুর একটি শহরের মিউনিসিপ্যাল করপোরেশনে পরিচ্ছন্নতা কর্মীর পদে আবেদন করেছেন ৭ হাজার ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয় স্নাতক ও ডিপ্লোমাধারীরা। এই পদের জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে বাংলাদেশের এসএসএসি সমমানের এসএসএলসি পাশ। কিন্তু আবেদনকারীদের ৭০ শতাংশই উচ্চ ডিগ্রিধারী। যদিও পদটির বেতন হচ্ছে মাত্র ১৫৭০০ টাকা।