Home > অন্যান্য > পরিবহন শ্রমিকদের কাছে হাজারও মিনতি করেও পরীক্ষা দিতে পারলো না পিইসি পরীক্ষার্থী!

পরিবহন শ্রমিকদের কাছে হাজারও মিনতি করেও পরীক্ষা দিতে পারলো না পিইসি পরীক্ষার্থী!

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী ছোট্ট ছেলেকে নিয়ে সকাল ৯টায় সিএনজিচালিত অটোরিকশা চড়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিলেন মা। অটোরিকশাটি মূল সড়কে উঠতেই চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী হাজী ক্যাম্পের সামনে দিয়ে ঘিরে ধরেন পরিবহন শ্রমিকরা। হাজারও মিনতি করেও ছাড় পাননি। ফলে পিইসি পরীক্ষায় বসা হলো না সেই পরীক্ষার্থীর।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে শুধু পরীক্ষার্থী নয়, বাধার মুখে পড়েন অফিসগামি-দিনমজুরসহ সাধারণ মানুষরা। নগরীর বিভিন্ন সড়কে রিকশা চলাচল করতেও দেয়নি পরিবহন শ্রমিকরা।

নগরীর সল্টগোলা ক্রসিং এলাকা মামুনুর রহমান জানান, সকাল থেকেই সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে চাকরিজীবীদের পায়ে হেটে অফিস-আদালতসহ কর্মস্থলের দিকে যেতে দেখা গেছে।

তিনি বলেন, বুধবার পিইসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে অবরোধকারীদের বাধায় ও ছোটযান হিসেবে পরিচিত রিকশা, অটোরিকশা, টেম্পু চলাচল করতে না দেয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। অনেকই আজকের বিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেনি।

একইভাবে নগরীর নতুন ব্রিজ, বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড় একে খান মোড়, আগ্রাবাদে যান চলাচলে বাধা সৃষ্টির খবর পাওয়া গেছে। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সারাদেশের ন্যায় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও পণ্যবাহী গাড়ির পাশাপাশি নগরের সকল ধরনের যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেছে। নগরের মাদারবাড়ী, কদমতলী, নিমতলাসহ বিভিন্ন সড়কের আশপাশে, ট্রাক টার্মিনালে পণ্যবাহী গাড়ি বসিয়ে রাখা হয়েছে।

প্রাইম মুভার মালিক সমিতির কার্যকরী সভাপতি আবু বকর সিদ্দিক বন্দর থেকে কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার বা ট্রেইলার চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন।

আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মনির আহমদ বলেন, পণ্যবাহী কোনো যান চলাচল করছে না। পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধের কারণে আমদানিকারক, তৈরি পোশাক শিল্প মালিক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের উদ্বেগ বাড়ছে।