Home > অন্যান্য > পেঁয়াজের কেজি ৪০ টাকা!

পেঁয়াজের কেজি ৪০ টাকা!

আগামী দুই সপ্তাহের মধ্যে পেঁয়াজের কেজি ৪০ টাকায় নেমে আসবে বলে জানিয়েছেন দেশের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের আড়তদাররা।

মঙ্গলবার (৫ নভেম্বর) চট্টগ্রামের খাতুগঞ্জে পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সেলিম হোসেন এ তথ্য জানান।

সেলিম হোসেন বলেন, ভোক্তা পর্যায়ে যেন দাম ১০০ টাকার নিচে থাকে সে ব্যবস্থা ব্যবসায়ীরা নেবেন বলে অঙ্গীকার করেছেন। এক সপ্তাহের মধ্যে দুটি বড় গ্রুপ পেঁয়াজ নিয়ে আসবে। এসব পেঁয়াজ এলে কেজি ৬০-৭০ টাকায় নেমে আসবে। আর দুই সপ্তাহের মধ্যে দেশি পেঁয়াজ উঠবে। ভারতের পেঁয়াজও চলে আসবে। তখন পেঁয়াজের দাম ৪০ টাকার নিচে নেমে যাবে।

এই বিষয়ে খাতুনগঞ্জ হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলি জানান, দুই-তিন দিনের মধ্যে খুচরা বাজারগুলোতে ভোক্তারা ১০০ টাকার মধ্যে পেঁয়াজ কিনতে পারবেন। পাশাপাশি খাতুনগঞ্জের পাইকারি বাজারে ৮০-৮৫ টাকা পেঁয়াজ বিক্রি হবে। দুই সপ্তাহ পর আরও দাম কমবে।

সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত মিয়ানমার থেকে ৩০ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে বলে ধারণা করছি। ৪২ টাকায় কিনে যদি ৯৫ টাকা বিক্রি করে তাহলে কেজিতে ৫৩ টাকা বেশি। শুধু আমদানিকারকরাই এ সময়ে ১৫৯ কোটি টাকা বাড়তি নিয়ে গেছে। এরপর খুচরায় আসতে আসতে এ অঙ্ক প্রায় ২১০ কোটি টাকা দাঁড়ায়।

এ দিকে পেঁয়াজের বাজারে মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত আমদানিকারকের বিরুদ্ধে প্রশাসনের সহায়তায় অভিযান শুরু করেছে স্থানীয় বাজার মনিটরিং কমিটি। এরই মধ্যে তিন আমদানিকারকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান।

চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়াসমিন পারভিন তিবরীজি সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সেলিম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন, ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহিদা সুলতানা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, খাতুনগঞ্জ হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলিসহ পেঁয়াজ ব্যবসায়ীরা।