Home > জাতীয় > সারাদেশ > মাদক চক্রের ফাঁদে যুবক, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

মাদক চক্রের ফাঁদে যুবক, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

কিশোরগঞ্জের করিমগঞ্জে চাকরির প্রলোভন ও কক্সবাজার ভ্রমণের লোভ দেখিয়ে এক যুবককে মাদক পাচারের ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় যুবকের পরিবার প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার দাবি করেছে।

অভিযোগকারী মো. রফিকুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর তার ছেলে মোঃ মোখলেসকে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা ও মাদক ব্যবসায়ী কক্সবাজার ভ্রমণের লোভ দেখিয়ে একটি মাদক ভর্তি প্যাকেট পাচারের জন্য দেয়। তারা মোখলেসকে সরকারি চাকরির প্রলোভনও দেয়।

অভিযোগে আরও বলা হয়, পথিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মোখলেস মাদকসহ ধরা পড়লে অভিযুক্তরা রফিকুল ইসলামকে তাদের আস্তানায় নিয়ে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেয়। জীবন রক্ষার্থে তিনি গণমাধ্যমের সামনে মিথ্যা বলতে বাধ্য হন বলে জানান।

রফিকুল ইসলাম তার সন্তানসহ আরও যারা এই চক্রের ফাঁদে পড়ে জীবন বিপন্ন করেছে, তাদের সুন্দর জীবনে ফিরিয়ে আনতে এবং সমাজ থেকে মাদক ব্যবসায়ীদের নির্মূল করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্তরা হলেন-

আঃ রহমান (যুগ্ম আহ্বায়ক, কিশোরগঞ্জ সদর থানা যুবদল)
মোঃ মিহাদুল ইসলাম (সদস্য সচিব, করিমগঞ্জ থানা যুবদল)
হিমেল আহমেদ হিমু (যুগ্ম আহ্বায়ক, করিমগঞ্জ থানা যুবদল)
মোঃ রাজিব মিয়া (করিমগঞ্জ থানা ছাত্রলীগ)
জামান শেখ (মাদক ব্যবসায়ী)