রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ। ভয়াবহ এ ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। মানুষের এই কষ্ট ছুঁয়ে গেছে অভিনেতা চঞ্চল চৌধুরীকেও। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন সেই অনুভূতি।
মঙ্গলবার (৪ এপ্রিল) অভিনেতা নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আহারে বঙ্গবাজার, ছোট ছোট সাধ্য আর স্বপ্নের ফেরিওয়ালা…আগুনে ছারখার।’
এ্রর আগে এই আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভুভূতি প্রকাশ করেছেন, শাকিব খান, মেহজাবীন, সাবিনা নূরসহ অনেক তারকা।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন বেলা ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মোট ৫০ ইউনিট ও সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মাঝে মার্কেটের প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে যায়। এতে ঈদের আগে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন ব্যবসায়ীরা।